২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার আশা মেসির, তবে সিদ্ধান্ত নির্ভর করবে ফিটনেসের ওপর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি জানিয়েছেন, তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলতে চান। তবে তার শরীরের অবস্থা ও ফিটনেসই শেষ পর্যন্ত নির্ধারণ করবে তিনি মাঠে নামবেন কি না।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এ তারকা বলেন, আগামী বছর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অংশ নেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হবে আগামী বিশ্বকাপ।
মেসি বলেন,
“আগামী বছর ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু হলে প্রতিদিন নিজের অবস্থা যাচাই করব। সত্যিই ১০০% ফিট থাকতে পারি কি না, জাতীয় দলের জন্য উপকারী হতে পারব কি না—তা দেখেই সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন,
“বিশ্বকাপ বলে ব্যাপারটা অন্যরকম। আমরা তো গত বিশ্বকাপ জিতেছি, তাই আবার মাঠে নেমে তা রক্ষা করার সুযোগ পাওয়া অসাধারণ হবে। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের, বিশেষ করে বড় টুর্নামেন্টে। আল্লাহ চাইলে আবারও সুযোগ পাব।”বিজ্ঞাপন
বয়স ও সিদ্ধান্তহীনতার কথা
সেপ্টেম্বরে বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করার পরও মেসি জানিয়েছিলেন, বয়সের কারণে হয়তো আর বিশ্বকাপে দেখা নাও যেতে পারে তাকে।
“আমি আগেও বলেছি, বয়সের কথা ভেবে বলাটা যুক্তিসঙ্গত যে হয়তো আর বিশ্বকাপে খেলব না। তবে এখন আমরা প্রায় সেখানে, তাই উত্তেজনা আর অনুপ্রেরণা আছে।”
তিনি আরও বলেন,
“দিন দিন নিজের অনুভূতি দেখে এগোই। ভালো লাগলে খেলি, না হলে খেলতে চাই না। নিজেকে প্রতারণা করতে চাই না।”
সাফল্যের শিখরে মেসি
ক্লাব পর্যায়ে বার্সেলোনা ও পিএসজিতে সাফল্যের পর আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘদিন ট্রফির প্রত্যাশা পূরণ হয়নি মেসির। তবে ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে আবার ফুটবলের শীর্ষে তুলে আনেন তিনি।
২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুই গোল করেন এবং পেনাল্টিতেও সফল হন। সে সাফল্যকে ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন বলে উল্লেখ করেন মেসি।
“বিশ্বকাপ জয় ছিল আমার জীবনের স্বপ্ন। এটি ছিল একমাত্র অর্জন যা বাকি ছিল। ব্যক্তিগত, বার্সেলোনার হয়ে দলগত—সবকিছু পেয়েছিলাম। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্নই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।”
ষষ্ঠ বিশ্বকাপের সম্ভাবনা
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১৪টি গোল করেছেন মেসি। আগামী বিশ্বকাপে খেললে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে বিরল অর্জন হতে যাচ্ছে।
এখন বিশ্ব ফুটবলপ্রেমীদের দৃষ্টি শুধুই একটি প্রশ্নে—ফিট থাকলে কি মেসিকে ২০২৬ বিশ্বকাপে আবার দেখা যাবে?
ভক্তদের প্রত্যাশা, কিংবদন্তির যাত্রা এখানেই শেষ নয়।
তথ্যসূত্র: এনবিসি নিউজ
