শরীয়তপুরে জাজিরায় রাতে গরু চুরি, সিসিটিভিতে ধরা পড়েছে চোরচক্রের পিকআপ ভ্যানসহ তৎপরতা

নিজস্ব প্রতিবেদক জাজিরা
প্রকাশঃ 24 অক্টোবর 2025, 03:04 অপরাহ্ন
শরীয়তপুরে জাজিরায় রাতে গরু চুরি, সিসিটিভিতে ধরা পড়েছে চোরচক্রের পিকআপ ভ্যানসহ তৎপরতা

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর বাসস্ট্যান্ড মোড় এলাকায় বৃহস্পতিবার ভোররাতে (প্রায় ৪টা ৪৫ মিনিটে) একটি বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।

বিজ্ঞাপন

চুরির পুরো ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির গেট ভেঙে গরুগুলো বের করে এনে একটি ছোট পিকআপ ভ্যানে তুলে দ্রুত স্থান ত্যাগ করে। তাদের তৎপরতা দেখে বোঝা যায়, এটি আগেই পরিকল্পনা করা একটি সংগঠিত চুরি।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ ধরনের ঘটনার ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিসিটিভি ফুটেজটি শেয়ার করে চোরদের শনাক্তে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

যাদের বাড়িতে গরু আছে, তাদের সতর্ক থাকার পাশাপাশি রাতে আশপাশে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। সন্দেহজনক কোনো ব্যক্তি বা যানবাহন দেখা গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে।

0%
0%
0%
0%