টেপ বল বিপিএল: দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো শরীয়তপুর দুরন্ত ফাইটার্স

প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টেপ বল বিপিএলে আলোচনায় আসে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স। তবে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আর সেই জয়ের ধারায় থাকতে পারলো না দলটি। সোমবার (৩ নভেম্বর) সিলেট ফাইটার্সের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ৭৪ রানে পরাজিত হয় শরীয়তপুর দুরন্ত ফাইটার্স।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ফাইটার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৬ রান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সিলেটের ব্যাটসম্যানরা।
জবাবে ব্যাট করতে নেমে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ২৩১ রান। রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ম্যাচে আর ফিরে আসতে পারেনি শরীয়তপুরের খেলোয়াড়রা।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও টুর্নামেন্টে এখনো বাকি অনেক ম্যাচ। তাই আগামী খেলাগুলোতে ফিরে দাঁড়িয়ে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের খেলোয়াড় ও সমর্থকেরা।
