সরকার শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 21 অক্টোবর 2025, 05:35 অপরাহ্ন
সরকার শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে

আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালনের জন্য একগুচ্ছ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয় । এসব কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বুদ্ধিজীবী হত্যার শিকার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মিরপুর স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

রাষ্ট্রীয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে সারাদেশের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।

বিজ্ঞাপন

এছাড়া দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও বিশেষ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজন করা হবে।

একই সঙ্গে, শহীদদের আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতির চিরঋণ স্বীকার করতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে এই কর্মসূচিগুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা হবে।

0%
0%
0%
0%