সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদে দীর্ঘ ১১ দিন ছুটির সুযোগ পাচ্ছেন

                   
ঈদের ছুটিতে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে
                 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ 20, 2025 3:19 পূর্বাহ্ন
                       
                           

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদে দীর্ঘ ১১ দিন ছুটির সুযোগ পাচ্ছেন। কারণ, পাঁচ দিনব্যাপী ঈদের সরকারি ছুটির সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোও যুক্ত হয়েছে।

ফলে মার্চ মাসের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহের বেশিরভাগ দিনই ছুটির আওতায় পড়ছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সরকার ইতোমধ্যেই ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে, যা এবারই প্রথম।

২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ছুটি শুরু হবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস দিয়ে।

এরপর ২৭ মার্চ অফিস খোলা থাকবে একদিনের জন্য। তারপর ২৮ মার্চ শবে কদরের ছুটি থাকবে।

এরপর ২৯ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হবে, যা টানা পাঁচ দিন অর্থাৎ ২ এপ্রিল পর্যন্ত চলবে।

ঈদের ছুটির পরে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকবে। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস খোলা থাকবে মাত্র দুইদিন।

তবে সরকারি বিধি অনুযায়ী (Prescribed Leave Rules, 1959), নির্ধারিত ছুটির দিনগুলোর মাঝে শুধুমাত্র একদিন ছুটি নেওয়া যাবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার এক সিনিয়র কর্মকর্তা স্পষ্ট করেছেন, ৩ এপ্রিল শুধুমাত্র একদিন ছুটি নেওয়া যাবে না।

তবে কেউ যদি ৩ এপ্রিলের সঙ্গে ৪ ও ৫ এপ্রিলও ছুটি নেন, তাহলে তিনি ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

একইভাবে, ২৭ মার্চ একদিনের ছুটি নেওয়া যাবে না।

তবে কেউ যদি ২৬ ও ২৭ মার্চ একসাথে ছুটি নেন, তাহলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি কাটাতে পারবেন।

                                             
0%
0%
0%
0%