শরীয়তপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসী দম্পতির ওপর হামলা–স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ 2 নভেম্বর 2025, 12:27 অপরাহ্ন
শরীয়তপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রবাসী দম্পতির ওপর হামলা–স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুটের অভিযোগ

শরীয়তপুরের সখিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুটপাটের অভিযোগ উঠেছে। একই এলাকার কথিত বিএনপি নেতা আব্বাস মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

ঘটনাটি শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরির চর নোয়াবআলী সরকার কান্দি এলাকায় ঘটে। হামলার শিকার লাকি বেগম একই এলাকার প্রবাসী নেহার উদ্দিন মাঝির স্ত্রী।

ভুক্তভোগী লাকি বেগম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাজারে যাওয়ার পথে আব্বাস মাঝিসহ আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও কাঠের রোয়া দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তারা গুরুতর আহত হন। এক পর্যায়ে কাঠের আঘাতে তার বাম হাতের গিরায় ভাঙন সৃষ্টি হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন, কানে থাকা ছয় আনা ওজনের দুল এবং তার স্বামীর কাছ থেকে ৩৫ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা তাদের দোকান ও বসতবাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা করে, তবে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর লাকি বেগম সখিপুর থানায় আব্বাস মাঝিসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে। এলাকাবাসীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত- জমি নিয়ে বিরোধ
42.9%
14.3%
14.3%
28.6%