দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন ঋষভ পান্ত, উপ-অধিনায়কও নিযুক্ত

দীর্ঘদিনের ইনজুরি বিরতি কাটিয়ে ভারতের টেস্ট দলে ফিরলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং আবারও দেওয়া হয়েছে দলের সহ-অধিনায়কের দায়িত্ব। পান্ত সর্বশেষ ইংল্যান্ড সিরিজে শুবমান গিলের ডেপুটি ছিলেন। কিন্তু চতুর্থ টেস্টে পায়ের চোটে পড়ে বাকি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট থেকে ছিটকে যান।
বুধবার (তারিখ উল্লেখিত নয়) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্বাচক কমিটি প্রধান অজিত আগারকার ১৫ সদস্যের দল ঘোষণা করেন। আগের দলে থাকা প্রসিদ্ধ কৃষ্ণ ও এন জগদীশানকে রাখা হয়নি। অন্যদিকে, পান্তের সঙ্গে দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন পেসার আকাশ দীপ।
ভারত টেস্ট দল
শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রাভীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
ইনজুরি থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন
গত জুলাইয়ে ম্যানচেস্টার টেস্টে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করতে গিয়ে পায়ের হাড় ভেঙে যায় পান্তের। ইনজুরি বাড়িয়ে ফেলেন যখন আঘাত পেয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারতের ‘এ’ দলের হয়ে মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
আরও একটি আনঅফিশিয়াল টেস্টেও নেতৃত্ব দেবেন পান্ত, যেখানে ভারতের মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও থাকবেন।
ব্যাটিং অর্ডারে পান্তের অবস্থান
দলে ধ্রুব জুরেল দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকলেও প্রথম পছন্দ পান্তই। অনুমান করা হচ্ছে,
- শুবমান গিল
- যশস্বী জয়সওয়াল
- কে এল রাহুল
- সাই সুদর্শন
এরপর পাঁচ নম্বরে ব্যাট করবেন পান্ত।
স্পিন ও পেস আক্রমণে বৈচিত্র্য
স্পিন ডিপার্টমেন্টে জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। কুলদীপ যাদবও থাকছেন।
পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ, সঙ্গে সিরাজ ও আকাশ দীপ।
মোহাম্মদ শামি এ মৌসুমে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স (১৫ উইকেট) করলেও তাকে এবারো দলে রাখা হয়নি।
ম্যাচ সূচি
- প্রথম টেস্ট: ১৪ নভেম্বর, ইডেন গার্ডেন্স, কলকাতা
- দ্বিতীয় টেস্ট: ২২ নভেম্বর, বারসাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি
একদিনের ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা
এদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত ‘এ’ দলও ঘোষণা হয়েছে। এই দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। তিলক বর্মাকে অধিনায়ক এবং রুতুরাজ গায়কোয়াড়কে সহ-অধিনায়ক করা হয়েছে।
ভারত ‘এ’ ওয়ানডে স্কোয়াড:
তিলক বর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রাজ নিগম, মনভ সুতার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, খালিল আহমেদ, প্রভসিমরন সিং (উইকেটকিপার)
সিরিজটি রাজকোটে শুরু হবে ১৩ নভেম্বর।
