শ্রীয়াস আইয়ার হাসপাতাল থেকে ছাড়া পেলেন, অবস্থা স্থিতিশীল

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গুরুতর আঘাত পাওয়া ভারতীয় ব্যাটার শ্রীয়াস আইয়ার শনিবার (১ নভেম্বর) সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ২৫ অক্টোবর ম্যাচ চলাকালে পেটের অংশে আঘাত পেয়ে তার প্লীহায় কেটে যাওয়ার মতো জখম হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঠেকাতে তার ছোট একটি অস্ত্রোপচারও করা হয়।
বিসিসিআই জানিয়েছে, আইয়ার এখন স্থিতিশীল এবং ভালোভাবে সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি আপাতত সিডনিতেই থাকবেন, নিয়মিত ফলো-আপের জন্য। চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরই তিনি দেশে ফিরবেন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই আইয়ার ফোনে কথা বলা, স্থানীয় বন্ধুদের দেওয়া ঘরে তৈরি খাবার খাওয়া এবং নিজের ছোটখাটো কাজগুলো নিজেই করতে শুরু করেছেন বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজের আগে সূর্যকুমার যাদবও আইয়ারের শারীরিক অবস্থা সম্পর্কে ইতিবাচক আপডেট দেন।
এক বিবৃতিতে বিসিসিআই সিডনির ডা. করুশ হাঘাইঘি ও তার দল, এবং ভারতের ডা. দিনশ শাহ পারদিওয়ালাকে ধন্যবাদ জানায় আইয়ারের সেরা চিকিৎসা সুনিশ্চিত করার জন্য।
আইয়ারের দ্রুত সুস্থতা কামনা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
