জোটের সম্ভাবনা উড়িয়ে নয়, শর্তসাপেক্ষ ঐক্যমতের কথা বলল সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 3 নভেম্বর 2025, 09:07 অপরাহ্ন
জোটের সম্ভাবনা উড়িয়ে নয়, শর্তসাপেক্ষ ঐক্যমতের কথা বলল সারজিস আলম

আগামীর বাংলাদেশ ও জনগণের স্বার্থকে প্রধান্য দিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠলে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক ও সদস্যসচিবদের সাক্ষাৎকার গ্রহণ শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, যদি কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত থাকে, তবে জনগণের স্বার্থে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে। তিনি জানান, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সারজিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। এই কাঠামো তৈরি হলে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নির্বাচন অংশগ্রহণের অধিকার নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের ‘দোসর’ জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি অতীতে খুনিদের সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগের আশ্রয়ে বেড়ে উঠেছে।

বিজ্ঞাপন

বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থার বিষয়ে সারজিস আলম বলেন, এনসিপির শাপলা প্রতীক না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করেছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এমন আচরণ করলে কমিশনের ওপর আস্থার সংকট দেখা দেবে। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে এবং দলীয় কাঠামোয় পরিণত হবে না। তিনি আরও বলেন, কেউ দলীয় কমিশন গড়ার চেষ্টা করলে তাদের পরিণতি আগেরদের মতোই হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: এনসিপির সংবাদ সম্মেলন

সম্পর্কিত- এন সি পি
0%
0%
0%
0%