২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ভোটগ্রহণ

                   
২০২৬ সালের জাতীয় নির্বাচন রমজানের আগেই, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ভোটগ্রহণ
                 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 13, 2025 10:00 অপরাহ্ন
                       
                           

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের পর যৌথ ঘোষণায় ইঙ্গিত মিলেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান মাস শুরুর আগের সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে সামনে এসেছে। তবে, আরও একটি সূত্র বলছে, ৯ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ১২ ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যদিও একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ৫ বা ৭ ফেব্রুয়ারির দিকেও ইঙ্গিত মিলেছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহকেই বেশি সম্ভাব্য মনে করছেন।

বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে রমজানের আগেই নির্বাচন হলে তা গ্রহণযোগ্য ও সময়োপযোগী হবে। এ প্রস্তাবকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ চলছে। তবে সেই সঙ্গে তিনি এও বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচারের প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জন অপরিহার্য

তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানিয়ে দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান

নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ খুব শিগগিরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

                                             
0%
0%
0%
0%