ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর
প্রকাশঃ 26 অক্টোবর 2025, 06:18 অপরাহ্ন
ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া নিহতের পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব তথ্য জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, “নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারটিকে ৫ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কোনো সদস্য যদি কর্মক্ষম হন, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।”

উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। “আমি কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যাব এবং তাদের চিকিৎসা নিশ্চিত করব,” যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ
নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট। ছবি সংগ্রহীকৃত

উল্লেখ্য, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিহত হন। পাসপোর্ট অনুযায়ী তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা।

এই দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

0%
0%
0%
0%