ভেদরগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা — শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মায়ের সঙ্গে সামান্য অভিমানে প্রাণ দিলেন বিল্লাল মাল (২২) নামের এক তরুণ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিল্লাল ওই এলাকার সিরাজ মালের ছেলে।
স্থানীয়রা জানান, আগের রাতে তুচ্ছ বিষয় নিয়ে মা-ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। রাগ করে নিজ ঘরে চলে যায় বিল্লাল। ভোরের আলো উঠলেও ঘর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহ হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখতে পান—ছেলেটি আর নেই। রশিতে ঝুলে রয়েছে স্তব্ধ, নিথর বিল্লাল। মুহূর্তেই ঘরজুড়ে কান্নার রোল পড়ে যায়।
চোখের পানিতে ভাসতে ভাসতে বাবা সিরাজ মাল বলেন,
“ছেলে একটু রাগী ছিল ঠিকই, কিন্তু এত বড় সিদ্ধান্ত নেবে ভাবতেই পারিনি। কাল রাতেই ওর কথা বলছিলাম, এখন ও আর নেই… আমরা কিছুই বুঝতে পারছি না। সব শেষ হয়ে গেল।”
মায়ের কান্না যেন থামছেই না। ভেঙে পড়া কণ্ঠে তিনি বললেন,
“আমি শুধু বলেছিলাম ভালভাবে পড়াশোনা করতে। এতটুকুই। ও রাগ করে ঘরে চলে গেল। ভাবিনি আমার কথাই শেষ কথা হয়ে যাবে…”
প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন,
“বিল্লাল খুব শান্ত ছেলে ছিল। গ্রামের সবার সঙ্গে হাসিখুশি থাকত। মনে হচ্ছিল যেন আমাদের চোখের সামনে থেকে আলোটা নিভে গেল। বিশ্বাসই হচ্ছে না সে আর নেই।”
খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে তদন্ত চলছে।”
একটি ছোট অভিমানই শেষ করে দিল একটি তরুণ জীবন—বিল্লালের। ভেদরগঞ্জের গ্রামজুড়ে এখন শোকের ছায়া, নীরব সবার চোখে অশ্রু।
বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার—সবই ছিল, তবুও এক মুহূর্তের আবেগ কেড়ে নিলো একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ।
একটু ভালোবাসা, একটু বোঝাপড়া—হয়তো আজও বেঁচে থাকত বিল্লাল…
