টি২০ ক্রিকেটকে বিদায় জানালেন কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী টি২০ বিশ্বকাপ শুরুর মাত্র চার মাস আগে তার এই সিদ্ধান্ত ব্ল্যাকক্যাপ শিবিরে বড় আলোচনার জন্ম দিয়েছে।
৩৫ বছর বয়সী উইলিয়ামসন মোট ৯৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১১ সালে অভিষেকের পর তিনি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ২ হাজার ৫৭৫ রান, গড় ৩৩—এর মাঝে রয়েছে ১৮টি অর্ধশতক ও সর্বোচ্চ ৯৫ রান। অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে। তার নেতৃত্বে নিউজিল্যান্ড দুইবার সেমিফাইনাল (২০১৬, ২০২২) ও একবার ফাইনালে (২০২১) খেলেছে।
অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত উইলিয়ামসন বলেন,
“দীর্ঘ পথচলা, অসাধারণ স্মৃতি এবং অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। দলের জন্য এবং আমার জন্য এটাই সঠিক সময়। সামনে বিশ্বকাপকে মাথায় রেখে দলের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন,
“টিমে প্রচুর প্রতিভা আছে। এখন ওদের সময়। মিচ স্যান্টনার দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে—তারা এই ফরম্যাটে ব্ল্যাকক্যাপসকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি দূর থেকে তাদের সমর্থন করব।”বিজ্ঞাপন
এর আগে ২০২৪ টি২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি হোয়াইট বল দলের নেতৃত্ব মিচেল স্যান্টনারের হাতে তুলে দেন। এরপর পরিবার, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা সামঞ্জস্য করে সীমিত ম্যাচ খেলছিলেন উইলিয়ামসন। ইনজুরিতে ভোগার পর সম্প্রতি ইংল্যান্ড সিরিজ দিয়ে তিনি আবার একদিনের ক্রিকেটে ফেরেন।
টি২০কে বিদায় জানালেও অন্য ফরম্যাট নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ডিসেম্বরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তাকে খেলতে দেখা যাবে বলে জানা গেছে। এর আগে ২৬ নভেম্বর প্লাংকেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নামার কথা তার।
কেন উইলিয়ামসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও স্কট উইনিংক বলেন,
“টি২০ ক্রিকেটে তার অবদান অসাধারণ। ব্যাট হাতে পারফরম্যান্স, নেতৃত্ব এবং দলের জন্য নিবেদন—সব মিলিয়ে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রকৃত আইকন। ২০২১ টি২০ বিশ্বকাপ ফাইনালে তার ৮৫ রানের ইনিংস এখনো আলোচনায়।”
উইনিংক আরও বলেন,
“ওয়ানডে ও টেস্ট থেকে কখন বিদায় নেবেন—সেটি সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার আছে। যতদিন খেলবেন, আমরা সমর্থন করব।”
নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক রানসংগ্রাহক হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছেন কেন উইলিয়ামসন। টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় নিলেও তাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্যাট হাতে দেখা যাবে আরও অনেকদিন।
কেন উইলিয়ামসন — এক নজরে টি২০আই ক্যারিয়ার:
- ম্যাচ: ৯৩
- রান: ২৫৭৫
- গড়: ৩৩
- ফিফটি: ১৮
- সর্বোচ্চ স্কোর: ৯৫
- অধিনায়কত্ব: ৭৫ ম্যাচ
- অর্জন: ২ বার সেমিফাইনাল, ১ বার ফাইনাল
ক্রিকেট বিশ্বে তার অবদান অম্লান থাকবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ব্ল্যাকক্যাপসদের হয়ে স্মরণীয় নেতৃত্ব ও ধীর, স্থির ব্যাটিংয়ের জন্য উইলিয়ামসন চিরকালই ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবেন।
