জাতির ইতিহাসের এক কালো অধ্যায় স্মরণে আজ জেল হত্যা দিবস

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা; জাতির শোক ও বেদনার দিন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 3 নভেম্বর 2025, 10:44 অপরাহ্ন
জাতির ইতিহাসের এক কালো অধ্যায় স্মরণে আজ জেল হত্যা দিবস

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর ও নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর একটি এই দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ প্রহরার ভেতর জাতির চার শ্রেষ্ঠ সন্তান—তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ৭৯ দিন পর এই চার নেতাকে হত্যা করা হয়—যারা মুক্তিযুদ্ধের সময় গঠিত অস্থায়ী সরকারের প্রধান নীতিনির্ধারক ও সংগঠক ছিলেন। দেশকে নেতৃত্বশূন্য ও দুর্বল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

সম্পর্কিত- জেল হত্যা দিবস
0%
0%
0%
0%