ভারতের কেরালায় নারীর ইমামতিতে নামাজের ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার

ছবি সংগ্রহকৃত
ভারতের কেরালায় নারীর ইমামতিতে নামাজের ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “মহিলা ইমামতি করে, পুরুষেরা পিছে নামাজ পড়ে!! আমরা কোন বাংলাদেশে আছি বর্তমানে।” শিরোনামে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই এটি বাংলাদেশের ঘটনা হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
ফ্যাক্টচেক:
রিউমর স্ক্যানার টিম-এর অনুসন্ধানে দেখা গেছে, উক্ত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি ২০১৮ সালে ভারতের কেরালায় ঘটে এক নারীর জুমার নামাজে ইমামতি করার একটি ভিডিও।
পর্যালোচনার বিস্তারিত:
- ভিডিওর উৎস:
অনুসন্ধানে দৈনিক সাভেরা‘র ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত ‘In a first, Kerala women leads Friday prayers’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়, যা ওই ঘটনার ভিডিও। ভিডিওটি ভারতের কেরালার মালাপ্পুরাম থেকে প্রকাশিত এবং ভিডিওর শিরোনামে স্পষ্টভাবে কেরালার উল্লেখ করা হয়েছে। - ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন:
ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের ২৬ জানুয়ারি কেরালার মালাপ্পুরামে কুরআন সুন্নাত সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা জুমার নামাজে ইমামতি করেছিলেন। তিনি বলেন, “ইসলামে কোথাও বলা নেই যে শুধু পুরুষরাই ইমাম হতে পারেন।” ওই নামাজে ৮০ জন পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন। - অন্যান্য সংবাদমাধ্যমের অনুসন্ধান:
আরও কিছু ভারতীয় গণমাধ্যমে একই ধরনের প্রতিবেদন পাওয়া যায়, যেখানে কেরালার ওই ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ভারতের কেরালায় ২০১৮ সালে মহিলার ইমামতির একটি পুরোনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভুল এবং বিভ্রান্তিকর।
সতর্কতা: সোশ্যাল মিডিয়াতে ছড়ানো তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন।