ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২৮ শিক্ষার্থী বহিষ্কার! আন্দোলনকারীদের হামলার চাঞ্চল্যকর ঘটনা ফাঁস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার এক সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা reportedly নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
তদন্ত প্রতিবেদন পুনরায় খতিয়ে দেখতে একটি নতুন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল ইসলাম সুমন জানান, এটি শাস্তি নয়; বরং তদন্ত নির্বিঘ্ন করতে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের ব্যবস্থা।
তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনে আক্রমণকারীদের সংখ্যা ১২৮ জনের বেশি। প্রাথমিকভাবে ১২৮ জনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।”
তদন্ত প্রতিবেদন হস্তান্তরের সময় তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১২২ জন শিক্ষার্থী সরাসরি লাঠি হাতে হামলায় জড়িত বলে শনাক্ত হয়েছেন।
তবে আক্রমণকারীর মোট সংখ্যা এর চেয়ে বেশি হওয়ায় সিন্ডিকেট ১২৮ জনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “আজকের সিন্ডিকেট সভায় ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এসএ ইসলামকে প্রধান করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত ওই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে নেওয়া হবে।
কমিটিতে রয়েছেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আগের তদন্ত কমিটির আহ্বায়ক ও স্যার এএফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল ইসলাম সুমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদসহ অন্যান্য সদস্যরা।
শিক্ষকদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, তাদের ভূমিকা নিয়ে পৃথক একটি কমিটি তদন্ত করছে।