দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ইসরাইল, নিহত ৫, আহত অন্তত ১২

                   
রাতভর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ইসরাইলি ভূখন্ড। রাজধানী তেল আবিবসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। হামলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায়, যেখানে একটি জ্বালানী কেন্দ্রে আগুন ধরে যায়। এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
                 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 15, 2025 1:53 অপরাহ্ন
                       
                           

রাতভর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ইসরাইলি ভূখন্ড। রাজধানী তেল আবিবসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। হামলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায়, যেখানে একটি জ্বালানী কেন্দ্রে আগুন ধরে যায়। এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ইতিমধ্যে ইসরাইলে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছিল। তা সত্ত্বেও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। হামলার মূল লক্ষ্য ছিল বিভিন্ন জ্বালানী কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা।

হাইফায় আগুন লেগে ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় অংশ, পাশাপাশি পার্শ্ববর্তী আবাসিক এলাকায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তিন জন ইসরাইলি। এর আগে ইসরাইলও ইরানের দক্ষিণাঞ্চলের প্রধান গ্যাস ক্ষেত্র এবং বন্দর আব্বাসে হামলা চালিয়েছে, যার ফলে ইরানের তেল মজুদ কেন্দ্র এবং প্রতিরক্ষা দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা ইরানের প্রতিটি স্থাপনা ধ্বংস করব, তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি।” তিনি আরও জানান, ইরান ২০ হাজার মিসাইল তৈরির পরিকল্পনা করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু তারা তা হতে দেবেন না। এর আগেও ইসরাইল নাতাঞ্জ ও ফরদ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

সর্বশেষ এই উত্তেজনার মধ্যেই ইসরাইল-ইরানের মধ্যে সংঘাত তীব্র রূপ নিয়েছে, যা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

                                             
সম্পর্কিত-
0%
0%
0%
0%