মিরপুরের শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে নিহত ১৬ শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক (আরএমজি) কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে ঢামেক হাসপাতালের মর্গে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মুকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক মুখলেসুর রহমান লস্কর।
লাশ হস্তান্তরের কাজ শুরু হয় রবিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের মর্গে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে তেজগাঁও উন্নয়ন বৃত্তের প্রকৌশলী মো. জাকির হোসেন প্রতিটি নিহত শ্রমিকের পরিবারের হাতে দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সহায়তার অর্থ বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত সপ্তাহে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন তলায়, ফলে বহু শ্রমিক ভেতরে আটকা পড়ে মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই ওই কারখানার নারী শ্রমিক ছিলেন বলে জানা গেছে। নিহতদের শনাক্তে ডিএনএ পরীক্ষার পর আজ তাদের লাশ স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।
তথ্যসূত্র: বাসস
