ভেদরগঞ্জে পুকুরে ডুবে কেটে গেলো একটি জীবন, পরিবারে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 17 অক্টোবর 2025, 11:16 পূর্বাহ্ন
ভেদরগঞ্জে পুকুরে ডুবে কেটে গেলো একটি জীবন, পরিবারে শোকের ছায়া

শরীয়তপুরের ভেদরগঞ্জে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুরে এক আনন্দঘন মুহূর্ত হারালো দুঃখের আবরণে। সখিপুর ইউনিয়নের ইউসুফ আলী সরকারকান্দি এলাকার ২৪ বছর বয়সী সিয়াম সরদার, স্থানীয় পুকুরে গোসলে গিয়ে আর ফিরে আসলেন না। বোরহান সরদারের ছেলে সিয়াম, এলাকায় সবার প্রিয় ও বন্ধুসুলভ যুবক ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম ও তার কিছু বন্ধুরা পুকুরে গোসলে নামেন। তারা ডুবের প্রতিযোগিতা শুরু করেন, হাসি আর আনন্দে ভরা মুহূর্ত। কিন্তু হঠাৎ করে সেই আনন্দধ্বনি থেমে যায়। সিয়াম আর উপরে উঠে আসলেন না। কয়েক মুহূর্তের মধ্যে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যান, এবং দেখতে পান সে নিস্তেজ হয়ে পানির তলে তলিয়ে যাচ্ছে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যু এলাকার মানুষদের মধ্যে শোকের স্রোত বইয়ে দিয়েছে।

চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, “সিয়াম ছিলেন এমন একজন, যার হাসি সবসময় চারপাশকে উজ্জ্বল করত। কিছু দিন ধরে ওর বুকে ব্যথা ছিল, ঠিকমতো খেতে পারত না। আজ শুধু গোসল করতে গিয়ে আমাদের ছেড়ে চলে গেল। এই হার আমরা কখনো মেনে নিতে পারব না।”

বিজ্ঞাপন

স্থানীয় হাসপাতালের চিকিৎসকরাও জানিয়েছেন, সিয়ামের মৃত্যু হাসপাতালে পৌঁছানোর আগেই ঘটে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ স্ট্রোক বা শারীরিক সমস্যার কারণে সে মারা গেছে।

সিয়ামের চলে যাওয়ায় পরিবার, বন্ধু ও পুরো গ্রাম স্তব্ধ। হাসি-মুখের এই যুবকের স্মৃতি আজ ভেদরগঞ্জে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে জীবনের অপ্রত্যাশিত নীরবতা।

0%
33.3%
33.3%
33.3%