মায়ের মরদেহ রেখে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে মারামারি, ২০ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 11 অক্টোবর 2025, 11:21 পূর্বাহ্ন
মায়ের মরদেহ রেখে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে মারামারি, ২০ ঘণ্টা পর দাফন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মরদেহ রেখে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন আপন দুই ভাই। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর (বুধবার) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনুমিয়া বাড়িতে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ অক্টোবর সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান ৬৫ বছর বয়সী আমেনা বেগম। পরে তার মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়ি শাহজাদপুরে নিয়ে আসা হয়। মৃত আমেনা বেগম ছিলেন একই গ্রামের মৃত মাওলানা সেলামাতুল্লাহর স্ত্রী।

মরদেহ বাড়িতে আনার পর থেকেই দুই ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহ সম্পত্তি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর দাবি, মায়ের মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহ কিছু জমি নিজের নামে করে নেন। এতে বড় ছেলে নজিবুল্লাহ ক্ষুব্ধ হয়ে ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতেই দুই ভাই হাতাহাতিতে লিপ্ত হন।

ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিন্তে কাসেম। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক সমঝোতার ব্যবস্থা করেন। তার নির্দেশনায় অবশেষে মৃত্যুর ২০ ঘণ্টা পর মরদেহ দাফন করা হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার রুবাইয়া বিন্তে কাসেম বলেন, “দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রাথমিকভাবে তারা দাফনে সম্মত হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর মধ্যস্থতায় পারিবারিক বিরোধ মীমাংসা করা হবে।”

স্থানীয়দের মতে, মায়ের মরদেহ রেখে সম্পত্তি নিয়ে এভাবে বিবাদে জড়ানো অত্যন্ত হৃদয়বিদারক ও সামাজিকভাবে লজ্জাজনক ঘটনা। এলাকায় এখন এ নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত- জানা অজানা
0%
0%
0%
0%