বগুড়ায় দুর্বৃত্তের হাতে যুবকের নির্মম মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশঃ 28 অক্টোবর 2025, 08:37 পূর্বাহ্ন
বগুড়ায় দুর্বৃত্তের হাতে যুবকের নির্মম মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় সোমবার ২৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাবিবুর রহমান খোকন (৩৭) শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যক্তিগত গাড়িচালক।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে ইসকন মন্দির এলাকায় হঠাৎ চিৎকারের শব্দে এলাকায় দৌড়ঝাঁপ শুরু হয়। আশপাশের লোকজন পৌঁছে দেখেন মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাবিবুরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যাচ্ছেন। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানিয়েছেন, “ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযানের মাধ্যমে দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।”

নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, “খোকন খুবই মৃদুভাষী ও সহানুভূতিশীল ছিলেন। এমন নির্মমভাবে হারানো আমাদের জন্য অতি ভীষণ দুঃখজনক।”

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সম্পর্কিত- হত্যা
0%
0%
0%
0%