মহিলা বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ দিলেন ড.ইউনুস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 19, 2025 4:06 অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন, যেন তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করে, যাতে নারীদের প্রতি বৈষম্য দূর করা যায়।

আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর তিনি এই নির্দেশনা দেন।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যেসব সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে আমরা এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ সৃষ্টি করতে পারি।”

তিনি বলেন, বিশ্বের মেয়েরা এই প্রতিবেদন দেখছে এবং তারা এটি পর্যালোচনা করবে।

“তারা অনুপ্রাণিত হবে। অন্য দেশের নারীরাও এই প্রতিবেদনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে,” বলেন অধ্যাপক ইউনুস।

তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু নারীদের বিষয় নয়, এটি একটি সামগ্রিক ইস্যু।

তিনি আরও জানান, এই প্রতিবেদন মুদ্রণ ও বিতরণ করা হবে এবং এটি পাঠ্যবইয়ের মতো বই আকারেও প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, এটি শুধু অফিসে একটি নথি হিসেবে সংরক্ষিত থাকবে না, বরং এটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।

অধ্যাপক ইউনুস জানান, কমিশনের প্রস্তাবনাগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের প্রধান শিরীন পারভীন হক। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে তারা এমন কিছু করতে চেয়েছেন যা দেশের জনগণের জন্য উপকারে আসবে।

তিনি বলেন, প্রতিবেদনের সুপারিশগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কিছু সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে, কিছু পরবর্তী নির্বাচিত সরকার করতে পারবে এবং নারীবাদের আশা-আকাঙ্ক্ষাগুলো আলাদা একটি অংশে তুলে ধরা হয়েছে।

শিরীন জানান, সংস্কার কমিশন মোট ১৫টি সংস্কার প্রস্তাব দিয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান; অ্যাডভোকেট কামরুন নাহার; বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কালপনা আক্তার; নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার; বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম; জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান; এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন পরামর্শক ফেরদৌসী সুলতানা; এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের নভেম্বর মাসে সরকার ১০ সদস্যবিশিষ্ট নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এবং কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

0%
0%
0%
0%