অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ছবি সংগ্রহকৃত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে, যেখানে প্রধানধারার গণমাধ্যম কালবেলা‘র লোগো ও নকশা ব্যবহার করা হয়েছে।
ফ্যাক্টচেক:
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, উক্ত শিরোনামের কোনো সংবাদ বা ফটোকার্ড কালবেলা কর্তৃপক্ষ প্রকাশ করেনি। বিশ্লেষণে উঠে আসে, এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত ও কালবেলার ফটোকার্ডের নকল করা একটি বানোয়াট কার্ড।
পর্যালোচনার বিস্তারিত:
- ফটোকার্ড পর্যবেক্ষণ:
আলোচিত ফটোকার্ডটিতে কালবেলার লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ১৪ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে। - কালবেলার সোশ্যাল মিডিয়া যাচাই:
কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সাম্প্রতিক ফটোকার্ডসমূহ ঘেঁটে দেখা গেছে, এমন কোনো শিরোনাম বা ফটোকার্ড সেখানে নেই। - ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল যাচাই:
কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে ও তেমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। - ফটোকার্ডের লিখনশৈলী ও ডিজাইনে পার্থক্য:
প্রচারিত ভুয়া ফটোকার্ডটির লেখার ধরণ কালবেলার আসল ফটোকার্ডগুলোর থেকে স্পষ্টভাবে আলাদা। - অন্যান্য গণমাধ্যমে অনুসন্ধান:
উক্ত দাবির পক্ষে দেশের অন্যান্য কোনো গণমাধ্যমেও কোনো তথ্য বা প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ফলাফলঃ
উল্লেখিত ফটোকার্ডটি ভুয়া ও বিভ্রান্তিকর। কালবেলার নামে ছড়ানো “প্রধান উপদেষ্টার পদত্যাগ” সংক্রান্ত তথ্য সম্পূর্ণভাবে বানোয়াট ও ভিত্তিহীন।
সতর্কতা: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করুন। গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকুন।