ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি: দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস, হতাশ নন তবে ‘বাংলাদেশ সফরের আমন্ত্রণ’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি: দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস, হতাশ নন তবে ‘বাংলাদেশ সফরের আমন্ত্রণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 16, 2025 9:52 পূর্বাহ্ন

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সফরের সময় তিনি ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেও নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি।

এই বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানকালে একটি সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুসের কাছে জানতে চায় বিবিসি—কেন কিয়ের স্টারমারের সঙ্গে তার দেখা হয়নি? উত্তরে ইউনুস বলেন, “কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক হলে আমরা খুশি হতাম। কিন্তু এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। তবে এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। আমি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা তাকে দেখাতে পারব বাংলাদেশে কী ঘটেছে, আমরা কী করতে চাইছি এবং তিনি নিজে পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন।”

সাক্ষাৎকারে উপস্থাপক উল্লেখ করেন, যুক্তরাজ্যে প্রায় ১০ লক্ষ বাংলাদেশি বাস করেন এবং অধ্যাপক ইউনুস ও কিয়ের স্টারমার উভয়ই নিজ নিজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন না, এ বিষয়ে ইউনুসকে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি হতাশ কিনা জানি না। তবে আমি মনে করি, বাংলাদেশে তার (কিয়ের স্টারমারের) আসাটা একটি দারুণ সুযোগ হতে পারে। ধীরে সুস্থে বাংলাদেশকে দেখা, অনুভব করা এবং উপলব্ধি করার একটা ভালো পরিবেশ তৈরি হতে পারে।”

এ সময় উপস্থাপক জানতে চান, ডাউনিং স্ট্রিট (ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে এই সাক্ষাৎ না হওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, “আমার মনে হয় না আমরা এমন কোনো ব্যাখ্যা পেয়েছি। সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত ছিলেন।”

অধ্যাপক ইউনুসের এই সফর ঘিরে নানা মহলে আগ্রহ ছিল। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়াকে অনেকেই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ইউনুস যদিও স্পষ্ট করে হতাশা প্রকাশ করেননি, তবুও তিনি কিয়ের স্টারমারকে বাংলাদেশে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে আলোচনার জন্য আশা প্রকাশ করেন।

0%
0%
0%
0%