বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগ

                   
জেনেভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
                 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ 15, 2025 12:03 অপরাহ্ন
                       
                           

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগ। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের প্রবাসী পাকিস্তানি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা বর্তমানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৫৩তম অধিবেশনে অংশগ্রহণের জন্য জেনেভা সফর করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পর্যটনের সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, নৌ ও বিমানপথে সংযোগ বৃদ্ধির পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।”

এতে আরও জানানো হয়, উভয় পক্ষ এসব বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে।

উদ্দেশ্য পূরণের জন্য উপদেষ্টা পাকিস্তানি প্রতিনিধিদলকে শীঘ্রই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এ বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

                                             
0%
0%
0%
0%