আর্জেন্টিনায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট ও বিক্ষোভ: মিলেইর কৃচ্ছ্রসাধনের নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনগণ

আর্জেন্টিনায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট ও বিক্ষোভ: মিলেইর কৃচ্ছ্রসাধনের নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনগণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 18, 2025 10:07 পূর্বাহ্ন

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় নেমেছেন হাজারো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী—তাদের একটাই দাবি: ন্যায্য বেতন ও কাজের উপযুক্ত পরিবেশ। গারহান শিশু হাসপাতালে কর্মরত চিকিৎসকরা ২৪ ঘণ্টার ধর্মঘট ঘোষণা করেছেন এবং রাজধানীর রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।

স্বাস্থ্য খাতে ব্যয় কমানোর সরকারিভাবে নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর কৃচ্ছ্রসাধনের নীতি প্রথমে শিক্ষাবিদ ও পেনশনভোগীদের ওপর প্রভাব ফেললেও এখন তা পৌঁছে গেছে হাসপাতালব্যবস্থার গভীরে।

গারহান শিশু হাসপাতালের চিত্র ভয়াবহ
বিশ্ববিখ্যাত গারহান শিশু হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব, পর্যাপ্ত ওষুধ নেই, এমনকি চিকিৎসক ও নার্সদের বেতন এতটাই কম যে অনেকেই বাধ্য হয়ে বেসরকারি খাতে চলে যাচ্ছেন কিংবা দেশ ছাড়ছেন।

একাধিক রোগীর পরিবার জানিয়েছে, এই হাসপাতাল অনেক শিশুর জীবন বাঁচিয়েছে। তারা বলেন, “এটি শুধু একটি হাসপাতাল নয়, আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ।” এই অবস্থার অবনতিতে তারা আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

কেন এত ক্ষোভ?
আন্দোলনকারীদের দাবি, রাষ্ট্রপতি মিলেইর নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা, বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য খাতকে উপেক্ষা করে শুধুমাত্র মুদ্রাস্ফীতি কমানোর অজুহাতে ব্যাপক বাজেট কাটছাঁট করছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই কয়েকদিন আগে জানিয়েছেন, আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি কমে জুন মাসে ১.৬ শতাংশে নেমে এসেছে, যা পূর্বে বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতর ছিল। তিনি মনে করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনাই তার সরকারের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনের জন্যই সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

কিন্তু জনগণ বলছেন, এই ‘মূল্য’ যে সাধারণ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকারে কড়াঘাত করছে, তা কি গ্রহণযোগ্য?

প্রতীকী যাত্রা: কংগ্রেস থেকে গোলাপী ভবন পর্যন্ত
বিক্ষোভকারীরা বুয়েনোস আইরেসের আর্জেন্টাইন কংগ্রেস ভবন থেকে পদযাত্রা শুরু করে প্রেসিডেন্টের কার্যালয় ‘কাসা রোসাদা’ বা ‘গোলাপী ভবন’-এর দিকে অগ্রসর হন। তাদের আশাবাদ—প্রেসিডেন্ট মিলেই তাদের কথা শুনবেন এবং স্বাস্থ্যখাতে কৃচ্ছ্রসাধনের নীতিতে পুনর্বিবেচনা করবেন।

বিক্ষোভ এখন শুধুই স্বাস্থ্যকর্মীদের নয়—এতে শামিল হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, সাধারণ নাগরিক ও রোগীর পরিবার—সবার একই আহ্বান: “আমাদের হাসপাতালগুলো বাঁচাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও।”


সংক্ষেপে:

  • বিক্ষোভ: আর্জেন্টিনার রাজধানীজুড়ে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ।
  • ধর্মঘট: গারহান শিশু হাসপাতালের চিকিৎসকরা ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন।
  • কারণ: প্রেসিডেন্ট মিলেইর কৃচ্ছ্রসাধনের নীতিতে স্বাস্থ্য খাতে ব্যাপক বাজেট ছাঁটাই।
  • জনগণের প্রতিক্রিয়া: সাধারণ মানুষ, রোগীর পরিবার ও ট্রেড ইউনিয়নগুলো আন্দোলনে একাট্টা।
  • সরকারের অবস্থান: মুদ্রাস্ফীতি কমানোই সরকারের প্রধান লক্ষ্য।

এই পরিস্থিতিতে আর্জেন্টিনার জনগণের চোখ এখন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর দিকেই—দেখা যাক, জনগণের দাবি আদৌ কানে পৌঁছায় কি না।

তথ্যসূত্র: Al Jazira

সম্পর্কিত-
0%
0%
0%
0%