চিপসেট আপগ্রেডের গুঞ্জনের মাঝে Huawei আনছে নতুন Pura 80 সিরিজ, HarmonyOS Next-এ চলবে ফোনগুলি

ছবিঃ সংগ্রহকৃত
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে(Huawei) টেকনোলজিস আগামী সপ্তাহে তাদের প্রিমিয়াম Pura স্মার্টফোন সিরিজের নতুন আপডেট বাজারে আনতে যাচ্ছে। জোর গুঞ্জন উঠেছে, নতুন ফোনগুলোতে থাকতে পারে উন্নত মানের নিজস্ব ডিজাইনের চিপসেট।
হুয়াওয়ের অফিসিয়াল উইবো অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, Pura 80 সিরিজের ফোনগুলো চীনে ১১ জুন থেকে পাওয়া যাবে। একটি টিজার ছবিতে দেখা গেছে, আগের মডেলগুলোর মতোই ত্রিভুজ আকৃতির ক্যামেরা বাম্প থাকছে। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, Pura 70 সিরিজের তুলনায় ক্যামেরা, সেন্সর ও লেন্সে থাকবে উল্লেখযোগ্য উন্নয়ন।
এর আগে মার্চ মাসে উন্মোচিত Pura X ফোল্ডেবল স্মার্টফোনের মতো, Pura 80 সিরিজেও ব্যবহার করা হবে হুয়াওয়ের HarmonyOS Next অপারেটিং সিস্টেম। এটি হলো হুয়াওয়ের তৈরি মোবাইল প্ল্যাটফর্মের পঞ্চম প্রজন্ম, যা আর গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে হুয়াওয়ে
হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা এখন মার্কিন নিষেধাজ্ঞার মুখে টিকে থাকার প্রতীক হয়ে উঠেছে। যদিও গুগল সার্ভিস (যেমন জিমেইল)-এর অনুপস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে কিছুটা প্রভাব পড়েছে, তবে চীনের অভ্যন্তরীণ প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে প্রতিষ্ঠানটি শক্তিশালীভাবে ফিরে এসেছে।
২০২৩ সালের আগস্টে Mate 60 সিরিজ উন্মোচনের সময় হুয়াওয়ে প্রযুক্তি দুনিয়াকে চমকে দেয়, যেখানে উন্নত ৫জি চিপ ব্যবহার করা হয়েছিল — যা মার্কিন নিষেধাজ্ঞার পর প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছিল। যদিও হুয়াওয়ে চিপ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তৃতীয় পক্ষের টিয়ারডাউন বিশ্লেষণে জানা যায় যে, এতে ব্যবহৃত হয়েছে ৭ ন্যানোমিটারের Kirin 9000s চিপ, যা প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন করা।
আগামী ১১ জুন থেকে Pura 80 সিরিজ বাজারে আসার মাধ্যমে হুয়াওয়ে আবারও তাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করতে যাচ্ছে। নতুন ক্যামেরা প্রযুক্তি, উন্নত চিপসেট এবং HarmonyOS Next সহ এই স্মার্টফোন সিরিজ চীনা বাজারে ব্যাপক সাড়া ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হুয়াওয়ের এই অগ্রগতি প্রযুক্তি খাতে এক যুগান্তকারী উদাহরণ হয়ে থাকছে।