রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ইসি

                   
রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে
                 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 20, 2025 4:49 অপরাহ্ন
                       
                           

নির্বাচন কমিশন আজ নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এটি একটি পূর্বশর্ত হিসেবে নির্ধারিত হয়েছে।

“আজ বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং আরও ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। এই পরিস্থিতিতে নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে,” বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে বাড়ানো সময়সীমার মধ্যে আইনানুগ শর্ত পূরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশনের এই ঘোষণা আসে আজ সকালে নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করার পর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনসিপি তাদের নিবন্ধনের জন্য সময় বাড়ানোর আবেদনসহ একাধিক দাবি উপস্থাপন করে।

এর আগে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আজই ছিল নিবন্ধনের আবেদনপত্র গ্রহণের শেষ দিন।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, নিবন্ধনের জন্য আবেদনকারী সাতটি নতুন দল হলো: বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বিজেপি), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্য দল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি এবং বাংলাদেশ জন জোট পার্টি (বিজেপি)।

                                             
0%
0%
0%
0%