ঘর থেকে মাকড়সা তাড়ানোর সহজ ৫টি কার্যকর পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 26 অক্টোবর 2025, 06:22 অপরাহ্ন
ঘর থেকে মাকড়সা তাড়ানোর সহজ ৫টি কার্যকর পদ্ধতি

অনেক সময় দেখা যায়, ঘরের কোণে বা জানালার পাশে হঠাৎ করেই মাকড়সার জাল ঝুলে যায়। এতে ঘরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি অস্বস্তিও তৈরি হয়। তবে কয়েকটি সহজ পদ্ধতি মেনে চললেই ঘর থেকে সহজে মাকড়সা দূরে রাখা সম্ভব। নিচে ঘরোয়া ও কার্যকর পাঁচটি উপায় তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

১. নিয়মিত পরিষ্কার রাখুন

মাকড়সা সাধারণত নোংরা ও ধুলোময় জায়গায় বাসা বাঁধে। তাই ঘরের কোণ, পর্দার পেছন, ছাদের নিচ ও আসবাবপত্রের নিচ নিয়মিত ঝাড়ু দিন বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। মাকড়সার জাল, ডিম বা পোকামাকড় সরিয়ে ফেললে তারা আর ফিরে আসে না।


২. পেপারমিন্ট অয়েল স্প্রে করুন

পেপারমিন্ট তেলের গন্ধ মাকড়সারা একেবারেই সহ্য করতে পারে না। এক কাপ পানিতে ১০–১৫ ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এরপর ঘরের কোণ, জানালার ফ্রেম ও দরজার নিচে ছিটিয়ে দিন। এতে মাকড়সা ঘরে ঢুকবে না এবং বাতাসেও একটি সতেজ গন্ধ থাকবে।


৩. ফাটল ও ফাঁকফোকর বন্ধ করুন

দেয়াল, জানালা বা দরজার ছোট ফাটল দিয়েই অনেক সময় মাকড়সা ঘরে প্রবেশ করে। তাই ঘরের সব ফাঁকফোকর, জানালার চারপাশ ও বাথরুমের পাইপের গর্তগুলো ভালোভাবে বন্ধ করে দিন। এতে মাকড়সা প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

৪. স্টিকি ট্র্যাপ ব্যবহার করুন

বাজারে এখন সহজলভ্য ‘স্টিকি ট্র্যাপ’ বা আঠালো ফাঁদ পাওয়া যায়। ঘরের কোণ, পর্দার পেছন বা যেখানে মাকড়সা বেশি দেখা যায়, সেখানে এই ফাঁদ বসিয়ে রাখলে সহজেই ধরা পড়বে। এতে কোনো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয় না, ফলে এটি নিরাপদও।


৫. মাকড়সা ধরে বাইরে ছেড়ে দিন

যদি ঘরে এক-দু’টি মাকড়সা দেখা যায়, তাহলে ভয় না পেয়ে গ্লাস বা কাগজের সাহায্যে ধরে বাইরে ছেড়ে দিন। এতে মাকড়সা মারা না গিয়ে ঘরও পরিষ্কার থাকে। অনেকেই এটি মানবিক ও পরিবেশবান্ধব উপায় বলে মনে করেন।


অতিরিক্ত পরামর্শ

ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখলে মাকড়সা স্বাভাবিকভাবেই দূরে থাকে। আর্দ্রতা ও অন্ধকার পরিবেশ মাকড়সার প্রিয় জায়গা। তাই জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। আর যদি ঘরে মাকড়সার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে পেশাদার কীটনাশক কর্মীদের সহায়তা নেওয়া ভালো।


নিয়মিত যত্ন নিলে ঘর থাকবে মাকড়সামুক্ত, আর আপনি পাবেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিশ্চিন্ত এক পরিবেশ।

সম্পর্কিত- জানা অজানা
0%
0%
0%
0%