চাঁদপুর নদীতে ময়ূর-৭ লঞ্চের দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

                   
চাঁদপুর নদীতে ময়ূর-২ লঞ্চের দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী
                 
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ মে 14, 2025 6:42 অপরাহ্ন
                       
                           

চাঁদপুর নদীতে আবারও ঘটলো লঞ্চ দুর্ঘটনা। আজ সকাল আনুমানিক ৯টার দিকে চাঁদপুরের অভ্যন্তরীণ নৌপথে ‘ময়ূর-৭’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ একটি ছোট বালুবাহী জাহাজের ওপর উঠে যায়। দুর্ঘটনার সময় লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনাটি ঘটে ‘এমডি রেদোয়ান রিয়াদ ওয়ান’ নামক বালুবাহী একটি জাহাজের সঙ্গে। যাত্রীদের একজন এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, ময়ূর-৭ লঞ্চটি বালুবাহী জাহাজটির ওপর একেবারে উঠে গেছে এবং কিছু অংশ ভেঙেও যায়।

এ নিয়ে লঞ্চে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি লঞ্চে যখন হাজারেরও বেশি যাত্রী থাকে, তখন চালকের এমন অসাবধানতা একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি ছিল সম্পূর্ণ চালকের গাফিলতির ফল।”

নদীপথে যাত্রী পরিবহন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ থাকলেও এমন দুর্ঘটনা যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা।

প্রসঙ্গত, চাঁদপুর নদীপথে এর আগেও একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যার অনেকগুলোর পেছনেই ছিল চালকের অসাবধানতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি।

                                             
সম্পর্কিত-
0%
0%
0%
0%