জাকসু নির্বাচন ২০২৫ এর ফলাফল : ভিপি পদে জয়ী আবদুর রশীদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুর রশীদ জিতু।
বিজ্ঞাপন
এছাড়া জিএস পদে জয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা
- সহ-সভাপতি (এজিএস পুরুষ): ফেরদৌস আল হাসান
- সহ-সভাপতি (এজিএস নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা
- পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
- খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
- সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
- সহ সমাজসেবা সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান
- সহ সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা
- তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
- ক্রীড়া সম্পাদক (সহ, পুরুষ): মাহাদী হাসান
- ক্রীড়া সম্পাদক (সহ, নারী): ফারহানা আকতার
- সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
- সহ সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম
কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা
- কার্যকরী সদস্য (নারী): নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান
- কার্যকরী সদস্য (পুরুষ): মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা ও তরিকুল ইসলাম
ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে উল্লাস প্রকাশ করেন বিজয়ী প্রার্থীদের সমর্থকরা। শিক্ষার্থীরা আশা করছেন নতুন নেতৃত্ব জাকসুকে সক্রিয় করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0%
0%
0%
0%