গাজায় হামাসের ফাঁদে পড়ে আরও দুই ইসরাইলি সেনা নিহত, যুদ্ধ জয়ে অক্ষম ইসরাইল

গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেনি দখলদার ইসরাইল। বরং প্রতিনিয়তই হামাসের গেরিলা কৌশলের ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছে ইসরাইলি সেনারা।
সর্বশেষ, গাজার রাফা শহরের আল জানিনা এলাকায় একটি ভবনের নিচে থাকা সুড়ঙ্গ তল্লাশি চালানোর সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে ইসরাইলি কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ইয়া হালুম ইউনিটের দুই সেনা সদস্য নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়াম রহিদ এবং সার্জেন্ট ইয়ালি সেরর।
ইসরাইলি সেনাবাহিনীর স্বীকৃতি অনুযায়ী, তারা ওই ভবনে অভিযান চালাচ্ছিল যখনই ঘটে এ বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে, হামাস পূর্ব থেকেই ওই এলাকায় বিস্ফোরক ফাঁদ তৈরি করে রেখেছিল।
এছাড়া গত শনিবার গাজার দারাজ ও তুফাহ এলাকায় আরও একটি বিস্ফোরণে ইসরাইলের দুই সেনা আহত হন।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর ৮৫৩ জন সেনা নিহত হয়েছেন। সর্বশেষ গত ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রার হামলা শুরুর পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। পাশাপাশি এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ৫৭৫৮ জন সেনা।
যুদ্ধে সেনা সংকট মোকাবেলায় ইতিমধ্যেই রিজার্ভ সৈন্যদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। বৃহত্তর স্থল অভিযানের মাধ্যমে হামাসকে নির্মূল করতে নতুন করে কৌশল সাজাচ্ছে তারা।
অন্যদিকে, গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গেরিলা কৌশলের মাধ্যমে ইসরাইলি আধুনিক সামরিক প্রযুক্তিকে মোকাবিলা করে চলেছে। বিশ্লেষকদের মতে, এই কৌশলের কারণেই এখনো পর্যন্ত নিজেদের পক্ষে পরিস্থিতি আনতে ব্যর্থ হয়েছে ইসরাইল।
তথ্যসূত্র: ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম