যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু, এখন পর্যন্ত ৩১ জন দেশে পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু, এখন পর্যন্ত ৩১ জন দেশে পাঠানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 22, 2025 2:48 পূর্বাহ্ন

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় যুক্তরাষ্ট্র পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী

এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই, বিশেষ করে গত ফেব্রুয়ারি থেকে, অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে তাঁর প্রশাসন।

নিরাপত্তা ব্যবস্থায় পাঠানো হয়েছে বাংলাদেশিদের
ফেরত পাঠানোদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের কর্মীরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ঢাকায় পৌঁছে দেন। বাকি ব্যক্তিদের সাধারণ যাত্রীর মতোই একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়। শেষবার শনিবার দুপুরে পাঁচজন বাংলাদেশিকে একটি ফ্লাইটে ঢাকা পাঠানো হয়েছে, যা নেপাল হয়ে বাংলাদেশে আসে।

আইনি জটিলতা ও আবেদন বাতিলের কারণেই ফেরত
প্রতিবেদন অনুসারে, যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা বেশিরভাগই আবেদনের রায়ে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন অথবা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। একজন ফেরতপ্রাপ্ত ব্যক্তি জানান, তিনি এসাইলামের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

তবে ফেরত আসা ব্যক্তিরা জানান, বিমানে কোন বাজে আচরণ বা জোরজবরদস্তি করা হয়নি এবং তাদের বিমানের খরচ বহন করেছে যুক্তরাষ্ট্র সরকার

বাংলাদেশ সরকারকে আগে থেকেই জানানো হচ্ছে
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ প্রতিবারই ফেরত পাঠানোর আগে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যথাযথ ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয় এবং রেজিস্টারে নাম লিপিবদ্ধ করে বাড়ি পাঠানো হয়।

কতজন বাংলাদেশি অবৈধ? নিশ্চিত নয় সরকার
বর্তমানে যুক্তরাষ্ট্রে কতজন বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন সে বিষয়ে এখনো সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। তবে পরিস্থিতির অবনতি হলে এই সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এই অভিবাসন নীতি শুধু বাংলাদেশিদের নয়, বিশ্বের অন্যান্য দেশের অভিবাসীদের মাঝেও চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

সম্পর্কিত-
0%
0%
0%
0%