সুইচ ২”Switch 2 আগের সব রেকর্ড ভেঙে দেবে” — আশাবাদী ভার্চুয়াস, বিক্রিতে ইতিহাস গড়ছে নতুন গেম কনসোল

সুইচ ২"Switch 2 আগের সব রেকর্ড ভেঙে দেবে" — আশাবাদী ভার্চুয়াস, বিক্রিতে ইতিহাস গড়ছে নতুন গেম কনসোল
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ জুলাই 5, 2025 10:18 অপরাহ্ন

নিন্টেনডো সুইচ ২ (Switch 2) এখনো তার যাত্রার একেবারে শুরুতেই রয়েছে, তবে গেম ডেভেলপার ও পোর্টিং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভার্চুয়াস ইতোমধ্যেই নতুন এই গেমিং ডিভাইস নিয়ে দারুণ আশাবাদ প্রকাশ করেছে।

নিন্টেনডোর পূর্ববর্তী গেম কনসোল সুইচ-এর পুরো লাইফটাইমেই পাশে থেকেছে ভার্চুয়াস। তারা ডার্ক সোলস (Dark Souls)দ্য আউটার ওয়ার্ল্ডস (The Outer Worlds)-এর মতো জনপ্রিয় গেম সুইচ প্ল্যাটফর্মে পোর্ট করে এনে সুনাম কুড়িয়েছে। এবার নতুন সুইচ ২-এর সাফল্য নিয়েও তারা খুবই আত্মবিশ্বাসী।

সম্প্রতি Wccftech-এ দেওয়া এক সাক্ষাৎকারে, ভার্চুয়াসের অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাক শ্যামরক (Black Shamrock)-এর টেকনিক্যাল ডিরেক্টর ইওইন ও’গ্র্যাডি (Eoin O’Grady) বলেন—

“নিন্টেনডোর বিশাল সংখ্যক বিশ্বস্ত ভক্ত রয়েছে। এর পাশাপাশি এখন হ্যান্ডহেল্ড গেমিং মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি সুইচ ২ তার আগের সংস্করণকেও ছাড়িয়ে যাবে।”

তিনি ব্যাখ্যা করেন, সুইচ এবং স্টিম ডেক (Steam Deck)-এর মতো ডিভাইসগুলো মানুষের মাঝে চলাফেরার মধ্যে গেম খেলার প্রবণতা তৈরি করেছে। এই চাহিদা কাজে লাগিয়ে সুইচ ২ সহজেই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে—কারণ এখানে থাকবে ইন্ডি গেম, নিন্টেনডো এক্সক্লুসিভ, এবং এখন বড় বাজেটের AAA গেম-ও।

ভার্চুয়াসের উত্তর আমেরিকার ব্যবসা উন্নয়ন পরিচালক অ্যালেক্স হেইজ (Alex Heise) আরও বলেন—

“সুইচ একটি শক্তিশালী ব্র্যান্ড। এবার এর সঙ্গে ‘২’ যোগ হয়েছে। এর মানে এটাই বোঝায় যে এটি আগের কনসোলের সরাসরি উত্তরসূরি, যার মূল্য মানুষ সহজেই বুঝতে পারছে। এটি Wii U বা 3DS-এর মতো বিভ্রান্তিকর নাম নয়।”

তিনি যোগ করেন,

“হয়তো কেউ পুরোপুরি ধারণা করতে পারেনি যে সুইচ ২ হবে ইতিহাসের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া কনসোল, কিন্তু আমাদের প্রত্যাশা অনেক উঁচু ছিল। নিন্টেনডো দীর্ঘদিন পর এমন একটি কনসোল এনেছে যার নামের সঙ্গে সরাসরি ‘২’ রয়েছে—NES থেকে SNES-এ যাওয়ার পর সম্ভবত এটাই সবচেয়ে ধারাবাহিক উন্নয়ন।”

নিন্টেনডো এরই মধ্যে নিশ্চিত করেছে, সুইচ ২ প্রথম চার দিনেই বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ৩৫ লাখের বেশি ইউনিট, যা নিন্টেনডোর ইতিহাসে যেকোনো হার্ডওয়্যারের সর্বোচ্চ প্রাথমিক বিক্রির রেকর্ড

অন্যদিকে, ২০১৭ সালে বাজারে আসা মূল সুইচ ইতোমধ্যেই ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা একে বিশ্বের সবচেয়ে সফল গেম কনসোলগুলোর কাতারে নিয়ে এসেছে।

নতুন সুইচ ২-এর পক্ষে কেবল ভার্চুয়াস নয়, সমর্থন জানাচ্ছে আরও বহু নামীদামী গেম নির্মাতা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে সিডি প্রজেক্ট রেড (Cyberpunk 2077) এবং ক্যাপকম (Street Fighter 6)-এর মতো জায়ান্ট কোম্পানিগুলোও।


তথ্যসূত্র: Wccf Tech

সম্পর্কিত-
41.2%
35.3%
23.5%
0%