প্রফেসর ইউনূসের জাপানে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে সহায়তা বাড়ানোর আহ্বান

প্রফেসর ইউনূসের জাপানে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে সহায়তা বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 30, 2025 1:09 পূর্বাহ্ন

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে তিনি মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ (MIDI) প্রকল্পে জাইকার সহায়তা আরও জোরদার করার আহ্বান জানান।

প্রফেসর ইউনূস বলেন, “MIDI অঞ্চলই বাংলাদেশের ভবিষ্যৎ। এই অঞ্চল বঙ্গোপসাগরের সংযোগস্থল, যেখানে গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক ও রেল সংযোগের মাধ্যমে নেপাল, ভুটান ও দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে।”

উল্লেখ্য, মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর গড়ার প্রস্তাব প্রথম জাইকা দিয়েছিল। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার MIDI অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। এতে বন্দর, লজিস্টিকস, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রফেসর ইউনূস বলেন, “আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই অঞ্চলে একটি মেগাসিটি গড়ে তোলা। বিমানবন্দরসমূহের আধুনিকায়ন করা হচ্ছে যাতে যাত্রী চাপ সামাল দেওয়া যায়।”

জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা প্রকল্পে জাইকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।

উত্তরে প্রফেসর ইউনূস জানান, MIDI প্রকল্প তদারকির জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যিনি জাইকা ও অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয় করবেন।

তিনি আরও জানান, MIDI অঞ্চলে একাধিক ফ্রি ট্রেড জোন গড়ে তোলা হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা রপ্তানিমুখী কারখানা স্থাপন করতে পারবেন। এ ছাড়াও, এই অঞ্চলে একটি বিশেষ মৎস্য অঞ্চল গঠনের পরিকল্পনাও রয়েছে।

প্রফেসর ইউনূস বলেন, “আমাদের গভীর সমুদ্রে মাছ ধরার দিকে যেতে হবে। বর্তমানে প্রতিবেশী দেশের জাহাজগুলো আমাদের জলসীমায় মাছ ধরে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। আমরা যদি সক্ষমতা গড়ে তুলি, তাহলে সেই মাছ স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যবহার করতে পারব।”

ড. তানাকা বলেন, “এটাই সম্ভবত প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নেতার কাছ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার পরিকল্পনা শুনছি।”

বৈঠকে আরও আলোচিত হয় জুলাইয়ের গণ-আন্দোলনের পর বাংলাদেশের সংস্কার কর্মসূচি, গণতান্ত্রিক রূপান্তর এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রম।

প্রফেসর ইউনূস জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি তার আগের কাজেই ফিরে যাবেন।

এ ছাড়াও, রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রফেসর ইউনূস রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মানবিক সহায়তার জন্য জাইকার সহায়তা চান।

ড. তানাকা জানান, জাইকা এই সংকটে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত।

100%
0%
0%
0%