নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের বাসভবনের সামনে গাজা হামলার বিরুদ্ধে বিক্ষোভ

নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শত শত মানুষ। গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ব কূটনীতির প্রধান ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় চলমান গণহত্যা বন্ধে তার দপ্তরের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছেন না। নিউ ইয়র্ক থেকে গ্যাব্রিয়েল আলজান্দো জানিয়েছেন, এসব বিক্ষোভকারী সরাসরি গুতেরেসের বাসভবনের সামনে এসে তাদের দাবি পৌঁছে দিচ্ছেন।
একজন বিক্ষোভকারী বলেন,
“আমরা মার্কিন সরকার এবং অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি, কিন্তু জাতিসংঘেরও অসাধারণ ক্ষমতা রয়েছে নিরাপত্তা পরিষদের বাইরেও কাজ করার। তাই আমরা গুতেরেসের ওপর চাপ সৃষ্টি করছি। তিনি প্রতিদিনই ইসরায়েলি হামলার নিন্দা করেন—তবে শুধুমাত্র বিবৃতি যথেষ্ট নয়।”
এদিকে নিউ ইয়র্ক শহরের আরেক প্রান্তে, ইউনিয়ন স্কোয়ারেও একই সময়ে আরও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা গাজায় অবরোধ প্রত্যাহার ও হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।
তারা বলেন,
“গাজায় এখন দুর্বিষহ অবস্থা। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় অন্তত ২০ জন খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছে। অল্প কিছু সাহায্য পেতে গিয়ে মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, মাথায় গুলি খাচ্ছে।”
যদিও জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র প্রায় প্রতিদিনই গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে বিবৃতি দিচ্ছেন, তবুও বিক্ষোভকারীরা মনে করছেন জাতিসংঘের ভূমিকা অত্যন্ত দুর্বল। গাজায় হত্যাকাণ্ড বন্ধে তারা জাতিসংঘের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ছে, জাতিসংঘ আদৌ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্যসূত্র: Routers