শ্রীনগরের উপকণ্ঠে সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত, ‘অপারেশন মহাদেব’ সফল

শ্রীনগরের উপকণ্ঠে সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত, 'অপারেশন মহাদেব' সফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 28, 2025 11:38 অপরাহ্ন

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডোদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) এই সফল অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

নিহতদের মধ্যে একজন সুলেইমান ওরফে আসিফ, যিনি গত ২২ এপ্রিল পাহালগামে সেনা কনভয়ে হামলার মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘অপারেশন মহাদেব’ নামে কোডনেমে পরিচালিত এই হঠাৎ অভিযানে জঙ্গিরা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

নিহত অপর দুই জঙ্গির নাম জিবরান ও হামজা আফগানি। জিবরান ২০২৪ সালের অক্টোবরে সোনমার্গ টানেল হামলার সঙ্গে জড়িত ছিল বলে নিরাপত্তা বাহিনীর দাবি।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি এম৪ কারবাইন রাইফেল, দুটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রের খবরে জানা গেছে, ওই এলাকায় আরও একটি জঙ্গি দলের উপস্থিতি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিহতদের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে এবং প্রচলিত প্রক্রিয়া অনুসারে আইনি আনুষ্ঠানিকতা ও শেষকৃত্যের কাজ সম্পন্ন করছে।

কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক (IGP) ভিকে বার্ডি ‘অপারেশন মহাদেব’-কে একটি ‘দীর্ঘমেয়াদি ও কৌশলগত অভিযান’ বলে উল্লেখ করেছেন।

এর আগে, শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে যে, তিন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে এই সন্ত্রাসবিরোধী অভিযানে।

তথ্যসূত্র: Time Of India

0%
0%
0%
0%