রিয়েলমি উন্মোচন করল পারফরম্যান্স-কেন্দ্রিক Realme Neo 7 Turbo, আসছে বাংলাদেশে গেমারদের জন্য বিশেষ অফারে

রিয়েলমি উন্মোচন করল পারফরম্যান্স-কেন্দ্রিক Realme Neo 7 Turbo, আসছে বাংলাদেশে গেমারদের জন্য বিশেষ অফারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 9, 2025 12:32 অপরাহ্ন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে আসছে রিয়েলমির নতুন Realme Neo 7 Turbo, যেটিকে অনেকেই ফ্ল্যাগশিপ কিলার শ্রেণির ডিভাইস হিসেবে দেখছেন। মূলত পারফরম্যান্স ও গেমিং অভিজ্ঞতার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 9400 প্রসেসর, UFS 4.0 স্টোরেজ, এবং Realme UI 6.0 (Android 15) অপারেটিং সিস্টেম।

বিজ্ঞাপন

ফোনটিতে দেওয়া হয়েছে 7200mAh সিলিকন-কার্বন ব্যাটারি100 ওয়াট ফাস্ট চার্জার, যা ২০ মিনিটে ৫০% এবং প্রায় ৪৯ মিনিটে পুরো চার্জ সম্পন্ন করতে সক্ষম। রিয়েলমি দাবি করছে, এই ব্যাটারি ব্যাকআপ হেভি ইউসারদের জন্যও প্রায় দেড় দিনের ব্যবহার নিশ্চিত করবে।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
Realme Neo 7 Turbo-র রিয়ার প্যানেল ডিজাইন কিছুটা Nothing ফোনের সাথে মিল থাকলেও আরও প্রিমিয়াম লুক দিয়েছে। ফোনটিতে IP68 ও IP69 রেটিং রয়েছে, ফলে হালকা পানিতে ডুবলেও সমস্যা হবে না। মেটাল লুক থাকলেও বডি আসলে প্লাস্টিকের। এছাড়া আছে NFC, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ইনফ্রারেড ব্লাস্টার। তবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক অনুপস্থিত।

ডিসপ্লে
ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চি AMOLED প্যানেল, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট, হাই রিফ্রেশ রেট এবং 6500 নিটস পিক ব্রাইটনেস প্রদান করে। স্ক্রিন বেজেলগুলো ন্যারো ও সিমেট্রিক, এবং রঙের উপস্থাপন প্রায় ন্যাচারাল টোনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পারফরম্যান্স ও গেমিং
গেমারদের জন্য ফোনটি বেশ আকর্ষণীয়। PUBG Mobile-এ HDR Extreme সেটিংসে গড়ে 57-58 FPS এবং Genshin Impact-এ হাই গ্রাফিক্সেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া গেছে। দীর্ঘ গেমিং সেশনে ফোনটি কিছুটা গরম হলেও থার্মাল থ্রটলিং হয়নি। পারফরম্যান্স বজায় রাখতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।

ক্যামেরা
রিয়ার ক্যামেরা সেটআপে আছে Sony IMX882 সেন্সরের 50MP মেইন শুটারOV8D10 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা 16MP। ডেলাইটে ভালো ডাইনামিক রেঞ্জ ও শার্পনেস পাওয়া গেলেও লো-লাইটে কিছুটা গ্রেন ও কন্ট্রাস্ট বেড়ে যায়। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 4K 60FPS পর্যন্ত সম্ভব।

অডিও ও অন্যান্য ফিচার
ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা লাউড ও ক্লিয়ার সাউন্ড প্রদান করে। হ্যাপটিক ফিডব্যাকও শক্তিশালী।

বাংলাদেশে প্রাপ্যতা ও দাম
দাম প্রায় ৪৭-৪৮ হাজার টাকা, তবে শিগগিরই কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংক্ষেপে — যারা মূলত গেমিং পারফরম্যান্স ও বড় ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য Realme Neo 7 Turbo হতে পারে আদর্শ পছন্দ। তবে ক্যামেরা পারফরম্যান্সে আরও উন্নতি হলে এবং দাম কিছুটা কমলে এটি সত্যিকারের ফ্ল্যাগশিপ কিলার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত।

সম্পর্কিত- টেকনোলজি আপডেট
0%
0%
0%
0%