ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বাগদান

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বাগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 15, 2025 9:02 পূর্বাহ্ন

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় আংটির ছবি পোস্ট করে নিজ ভাষা স্প্যানিশে লিখেছেন— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে”

বিজ্ঞাপন

রোনালদো এখনও বাগদান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে জর্জিনার পোস্টটি ইতোমধ্যেই আলোড়ন তুলেছে, যা লাইক করেছেন কিম কার্দাশিয়ানসহ বহু সেলিব্রিটি। সাংবাদিক পিয়ার্স মর্গান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “যেমন সাফল্য তিনি মাঠে পেয়েছেন, তেমনি বিবাহিত জীবনেও পান”। বিখ্যাত মেকআপ শিল্পী শার্লট টিলবুরি এটিকে “দারুণ খবর” বলে মন্তব্য করেছেন। জেফ বেজোসের স্ত্রী লরেন সানচেজ-বেজোস লিখেছেন, তিনি এই দম্পতির জন্য “খুবই আনন্দিত”।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ৯ বছর আগে মাদ্রিদের একটি গুচি দোকানে, যেখানে জর্জিনা কাজ করছিলেন। তখন রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলছিলেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন তিনি।

পর্তুগালের অধিনায়ক রোনালদোর মোট পাঁচ সন্তান রয়েছে। এর মধ্যে দুই সন্তান জর্জিনার সঙ্গে— কন্যা বেলা (জন্ম এপ্রিল ২০২২) এবং একটি পুত্রসন্তান, যিনি জন্মের সময় মৃত ছিলেন। জর্জিনা রোনালদোর বাকি তিন সন্তানকেও বড় করে তুলছেন।

বিজ্ঞাপন

৩১ বছর বয়সী জর্জিনা নেটফ্লিক্সের নিজের রিয়েলিটি শো “আই অ্যাম জর্জিনা”-তে বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়ে বলেছিলেন, তার বন্ধুরা প্রায়ই বিয়ে নিয়ে মজা করে। জেনিফার লোপেজের গান “দ্য রিং অর হোয়েন” প্রকাশের পর থেকে তারা গানটি তাকে শোনাতেন, তবে তিনি বলেছিলেন— “এটা আমার হাতে নয়”

বর্তমানে পরিবারটি সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছে, যেখানে রোনালদো ডিসেম্বর ২০২২ সালে যোগ দেন। তার বার্ষিক আয় প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) বলে জানা যায়। চলতি বছরের জুনে ৪০ বছর বয়সী রোনালদোর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, অবসরের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে।

এক্সে (X) পোস্টে রোনালদো লিখেছেন— “নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। আসুন, একসাথে ইতিহাস গড়ি।”

তথ্যসূত্র: রোনালদো (X) পোস্ট

সম্পর্কিত- রোনালদো
33.3%
33.3%
33.3%
0%