আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হলে জনগণের পছন্দের নেতা নির্বাচিত হবে: ডা. শফিকুর রহমান

আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হলে জনগণের পছন্দের নেতা নির্বাচিত হবে: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 19, 2025 4:26 অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণের প্রকৃত ও কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত হবে।”
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জনগণ আর পেশীশক্তির ওপর ভিত্তি করে নির্বাচন দেখতে চায় না। এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।”
এ সময় তিনি জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি জানান।

জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে, লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত অপর এক জনসভায় অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান।

0%
0%
0%
0%