বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 4 নভেম্বর 2025, 02:15 অপরাহ্ন
বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলের ঘোষিত প্রার্থী তালিকায় জায়গা পাননি অনেক মনোনয়নপ্রত্যাশী। এ অবস্থায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের সুখবর দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

বিজ্ঞাপন

সোমবার (তারিখ) রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির নতুন প্রার্থী তালিকা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর যারা মনোনয়ন পাননি তারা চাইলে নতুন রাজনৈতিক পরিসরে যুক্ত হতে পারেন। এনসিপি তাদের জন্য উন্মুক্ত।”

তিনি অভিযোগ করেন, বিএনপির তালিকায় অনেক যোগ্য ও তরুণ নেতৃত্ব স্থান পাননি। ছাত্রদল ও যুবদলসহ তরুণ বিএনপি নেতাদের এনসিপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, তারা যদি এনসিপিতে যোগ দেন তবে তাদের নিয়ে প্রার্থী ঘোষণা করা হবে।

বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়াকে দেশের ইতিবাচক রাজনৈতিক অগ্রযাত্রা বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তবে তিনি সমালোচনার সুরে বলেন, কিছু রাজনৈতিক দল আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে এবং বহুদলীয় রাজনীতির ভিত্তি দুর্বল করছে।

বিজ্ঞাপন

তার ভাষায়, “জোট রাজনীতি থাকলেও প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত। প্রতীক বিক্রি করলে জনগণের আস্থা হারিয়ে যায়।”

প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতিও আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, দলীয় মতের ঊর্ধ্বে উঠে সবার অভিন্ন মতের ভিত্তিতে গণভোট প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্টভাবে ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত- এন সি পি বিএনপি
0%
0%
0%
0%