গোপালগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা: বিএনপি ও এনসিপির তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবি

হামলার পর এন সি পি নেতাদের গাড়িতে সেনাবাহিনীর ওঠার দৃশ্য
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বঘোষিত কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলাকে “নেক্কারজনক” বলে আখ্যা দেন। তিনি বলেন,
“গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
হামলার ঘটনার পরপরই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপি’র শীর্ষ নেতা শারজিশ আলম। তিনি লেখেন—
“গোপালগঞ্জে হাসিনার দালালরা আমাদের উপর হামলা চালিয়েছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হটেছে। যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করে ফিরব, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্রজনতা জেগে উঠুন—দালালদের কবর রচনার আজকেই শেষ দিন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়।
বিএনপি ও এনসিপি নেতারা এই ঘটনাকে “গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত” বলে অভিহিত করেছেন। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে এই ঘটনার প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন নেতারা।