ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ মার্চ 26, 2025 5:04 অপরাহ্ন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অঙ্কুর গ্রুপের শিক্ষার্থীরা “জাতীয় স্মৃতিসৌধ” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কিশলয় গ্রুপের শিক্ষার্থীরা “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। নবম থেকে দশম শ্রেণির পল্লব গ্রুপের শিক্ষার্থীরা “মুক্তিযুদ্ধ থেকে জুলাইয়ের আন্দোলন” এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শতদল গ্রুপের শিক্ষার্থীরা “স্বাধীনতার বিজয়ের উৎসব” বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এছাড়া, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা, শহিদদের অবদান, ২৫ মার্চের ভয়াল রাত, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা এবং গণহত্যা থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর রচনা লেখে।

পরে কলেজ প্রাঙ্গণে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষ্যে পুরো কলেজ প্রাঙ্গণ লাল ও সবুজ আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার বিজয়কে প্রতিফলিত করে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন করে জানতে পারে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়।

সম্পর্কিত-
0%
0%
0%
0%