নেপালে অস্থিরতা: বাংলাদেশিদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের

নেপালে অস্থিরতা: বাংলাদেশিদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 9, 2025 5:34 অপরাহ্ন

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। দূতাবাস জানিয়েছে, বর্তমানে নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে ঘরের বাইরে না বের হতে এবং ভ্রমণ এড়িয়ে চলতে হবে।

বিজ্ঞাপন

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা নেপালে অবস্থান করছেন কিংবা পর্যটক হিসেবে গিয়েছেন, তারা যেন হোটেল বা বর্তমানে যে স্থানে আছেন সেখানেই অবস্থান করেন। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে আপাতত নেপালে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি ফোন নম্বর প্রকাশ করেছে—
📞 সাদেক: +977 9803872759
📞 সারদা: +977 9851128381

নির্দেশনাটি এসেছে নেপালে চলমান ‘জেনারেশন জেড আন্দোলন’-এর প্রেক্ষাপটে। সরকার সম্প্রতি ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় সেগুলো ব্লক করে দেয়। এর পর থেকেই তরুণ সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নেমে আসে। তারা দুর্নীতি, বেকারত্ব, সুশাসনের অভাব এবং ডিজিটাল সেন্সরশিপের বিরুদ্ধে বিক্ষোভ করে।

এদিকে, সহিংসতার ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। এটিই নেপালে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ একদিনের সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী কাঠমান্ডুসহ একাধিক শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

0%
0%
0%
0%