ড. মুহাম্মদ ইউনুসের ৮৫তম জন্মদিন আজ

ড. মুহাম্মদ ইউনুস
প্রকাশঃ জুন 28, 2025 10:11 অপরাহ্ন

শান্তিতে নোবেলজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনের শুরুতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাস করেন ড. ইউনুস। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সে সময় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যুক্ত হয়ে তিনি একটি নাগরিক কমিটি গঠন করেন এবং বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি পরীক্ষামূলকভাবে ক্ষুদ্রঋণভিত্তিক প্রকল্প ‘গ্রামীণ ব্যাংক’ চালু করেন, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে রূপ নেয়। দারিদ্র্য বিমোচনে উদ্ভাবনী এই উদ্যোগের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. ইউনুস।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জন্মদিন উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

0%
0%
0%
0%