জেনারেল ওসমানির নাম স্বাধীনতা পুরস্কার-২০২৫ তালিকা থেকে বাদ

জেনারেল ওসমানির
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানির (এম.এ.জি. ওসমানি) নাম স্বাধীনতা পুরস্কার-২০২৫-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তিনি ইতোমধ্যে ১৯৮৫ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন।
আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে তাঁকে (মরণোত্তর) ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা করেছিল। তবে, দেশের ইতিহাসে কেউ একাধিকবার এই পুরস্কার পাননি বিধায় তাঁর নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।
জেনারেল এম.এ.জি. ওসমানি বাংলাদেশের সামরিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে নেতৃত্ব দেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল।