ইসরাইলকে সহায়তার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইসরাইলকে সহায়তার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: প্রধান উপদেষ্টার প্রেস উইং ‘ফ্যাক্টস’-এর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল 21, 2025 7:05 পূর্বাহ্ন

সম্প্রতি এক বয়ানে ইসলামি বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদী দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ইসরাইলকে আর্থিক সহায়তা দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ‘ফ্যাক্টস’।

২০২৫ সালের ২০ এপ্রিল, ‘ফ্যাক্টস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বক্তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এটি মূলত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান একটি সুপরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অংশ। পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি এই মিথ্যা বক্তব্য প্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।

প্রেস উইং ‘ফ্যাক্টস’ আরও জানায়, প্রফেসর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা কর্তৃক ইসরাইলকে এক কোটি ডলারের সহায়তার দাবি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। বাংলা ইনসাইডার নামের একটি অনলাইন পোর্টাল এই সংবাদ ছড়িয়ে দেয়। পরে আরও কয়েকটি অনলাইন মাধ্যম ও সংবাদপত্রে একই ধরনের খবর ছাপা হয়।

স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ‘রিউমর স্ক্যানার’-এর অনুসন্ধানে প্রকাশ পায়, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সংঘর্ষ শুরু হওয়ার সময় থেকেই বাংলাদেশে গুজব ছড়াতে থাকে যে ড. ইউনুস ইসরাইলকে ১০০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন।

রিউমর স্ক্যানার জানায়, বাংলা ইনসাইডারের ১৩ অক্টোবরের প্রতিবেদনের মাধ্যমেই এই মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে। যদিও প্রতিবেদনে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির কথা বলা হয়, বাস্তবে এমন কোনও বিবৃতির অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ইসরাইলি সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররাও এই ধরনের সহায়তার খবর সম্পর্কে কিছু জানেন না বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন। একইসঙ্গে ‘ইউনুস সেন্টার’ থেকেও এই দাবিকে ভুয়া ও সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার দেশের সকল আলেম-ওলামা, বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—তারা যেন এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন এবং গুজব প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করেন।

0%
0%
0%
0%