জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২৪-২৫ – ১ম রিলিজ স্লিপের আবেদন আজ থেকে শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২৪-২৫ – ১ম রিলিজ স্লিপের আবেদন আজ থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 28, 2025 6:27 অপরাহ্ন

আজ, ২৮ আগস্ট ২০২৫ বিকাল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ০৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ১২টা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর প্রাপ্ত, কিন্তু (ক) মেধা তালিকায় স্থান না পাওয়া, (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, অথবা (গ) ১ম/২য়/কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছে—সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

উল্লেখ্য, যারা ইতোমধ্যে ১ম/২য়/কোটার মেধা তালিকায় ভর্তি হয়েছে কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে চায়, তাদের অবশ্যই ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login → Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিতে হবে।
  • এরপর কলেজ নির্বাচন অপশনে গিয়ে জেলাভিত্তিক কলেজ নির্বাচন করলে সংশ্লিষ্ট কলেজের শূন্য আসনের তালিকা দেখা যাবে।
  • আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করবেন।
  • আবেদন শেষে ফরম ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি রাখতে হবে। এটি কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না।
  • কলেজ কর্তৃপক্ষের দ্বারা আবেদন নিশ্চিত করতে হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: NU

সম্পর্কিত- ভর্তি আবেদন
30.8%
53.8%
15.4%
0%