পাবনার আটঘরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জন আটক

পাবনার আটঘরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক পাবনা
প্রকাশঃ আগস্ট 19, 2025 7:07 অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার দূরবর্তী ছত্রা বিলে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে আতাইকুলা থানা পুলিশের অভিযানে এসব সরঞ্জাম জব্দ হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে আতাইকুলা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে ড্রিল মেশিন, গান পাউডার, কাটিং মেশিনসহ নানা সরঞ্জাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ‘ময়েজ বাহিনী’ নামের একটি সন্ত্রাসী গ্রুপ ছত্রা বিল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়, তবে দু’জনকে আটক করা সম্ভব হয়েছে।

আটকরা হলেন—সদর উপজেলার বাসিন্দা মনির হোসেন (৪০) ও রেজাউল ইসলাম (৪২)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, এসব অস্ত্র স্থানীয় ডাকাতি ও চাঁদাবাজির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তিনি আরও বলেন, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে ছত্রা বিলকে আস্তানা বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপরাধ চালাচ্ছিল। কয়েকদিন ধরে পর্যবেক্ষণের পর মঙ্গলবার ভোরে ওই আস্তানায় অভিযান চালানো হয়।

সম্পর্কিত-
50%
0%
50%
0%