শিশু তাইয়েবা হত্যার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন, দোষীদের জনসমক্ষে ফাঁসির দাবি

শিশু তাইয়েবা হত্যার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন, দোষীদের জনসমক্ষে ফাঁসির দাবি
নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ সেপ্টেম্বর 27, 2025 2:37 অপরাহ্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে ৬ বছরের শিশু তাইয়েবা হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও জনসমক্ষে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে সখীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু তাইয়েবাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা এ ঘটনার বিচার জনসমক্ষে ফাঁসির মাধ্যমে করার দাবি জানান।

উল্লেখ্য, ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তাইয়েবা গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিশুটিকে কেন হত্যা করা হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে নানা দিক খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্পর্কিত- হত্যা
0%
0%
0%
0%